ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিলাশের ব্যক্তিগত আইডি থেকে পোস্ট দেওয়ার পর জেলাজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। সচেতন মহল রাজনৈতিক মহলে জেলা সভাপতির অভিযোগ দায়ের এর বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা চলছে।
গত শনিবার সন্ধ্যায় সদর থানায় ফাহিম শাহরিয়ার খান জিহান’সহ ৯ জন উপজেলা কমিটির ও ইউনিয়ন কমিটির ছাত্রলীগের নেতাকর্মীকে আসামী করে অভিযোগ দায়ের করেন রাশেদ জামান বিলাস।
অভিযোগের বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত ঘোষিত কমিটির সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।পরে হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক পারভেজ হোসাইন এর সাথে কথা হলে তিনি অভিযোগের বিষয়টি নিয়ে বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জিহানের সাথে কমিটির বিষয়ে অর্থনৈতিক লেনদেনের কথোপকথনের একটি স্কিনসুট ভাইরাল হয়েছে মূলত স্কিনসুট এর বিষয়টি থেকে ঘটনার সুত্রপাত। সম্পাদক পারভেজ হোসাইন আরো বলেন জেলার দায়ীত্বশীল সংগঠনের সভাপতি কর্তৃক উপজেলা কমিটির সভাপতি ও নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন, হাজার হাজার নেতাকর্মীদের মনঃক্ষুণ্ন হয়েছে। তিনি আরো বলেন জেলা সভাপতি নিজেই কমিটির মেয়াদ বাড়ানোর জন্য আমার কাছে সরাসরি টাকার দাবী করেছিলেন আমি ব্যক্তিগতভাবে সেটা নাখোশ করে দিয়েছি, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ হোসাইন যোগ করে বলেন, গত সাপ্তাহে তারা লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি মহোদয় এর সাথে সাক্ষাৎ করতে আসলে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে বলেন মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের সাথে কথা বলে হাতীবান্ধা উপজেলা ও সরকারি আলিমুদ্দীন কলেজ কমটির সম্মেলনের আয়োজন করতে।
কলেজ কমিটির প্রার্থী ও হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মী সাথে আলোচনা করে তারা ২০ সেপ্টেম্বর হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সম্মেলন এর তারিখ নির্ধারণ করে।এর পরে তারা জানতে পারে তারা যে প্রার্থীর কাছে টাকা নিয়েছে তার বয়স থাকে না তাই তরিঘরি করে কমিটি বিলুপ্ত করে , মাত্র তিন দিনের মধ্যে সিভি চেয়ে প্রেস দেয়। তিনি আরও বলেন আমরা তৃনমুল থেকে ছাত্রলীগের রাজনীতি করে উঠে এসেছি আমরা আমাদের অভিভাবক জননেতা মোতাহার হোসেন ও আমাদের নেতা হাতিবান্ধা- পাটগ্রামের আগামীদিনের কান্ডারি উদীয়মান তরুণ জননেতা মাহমুদুল হাসান সোহাগ এর হাতকে শক্তিশালী করতে সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত আছি।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস বলেন, নিজের পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছি। ভাইরাল হওয়া কথপোকথন এর স্কিনশুট এর বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভাইরাল হওয়া স্কিনশুট তৈরী করা, কিন্তু তার বক্তব্যের সপক্ষে কোন তথ্য দিতে পারেন নি।
লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম বলেন, হাতীবান্ধা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান’সহ ৯ জনের বিরুদ্ধে জেলা সভাপতি একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।