আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে সরদার মো. শাহ আলমকে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখা তাঁকে এ নিয়োগ প্রদান করেন।
উপ সচিব মো. তানভীর আজম ছিদ্দিকীর স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। সরদার মো. শাহ আলম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এর আগেও জেলা পরিষদের প্রশাসক ছিলেন। এ নিয়ে টানা তিন দফায় তিনি জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।