প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সম্পাদক দৈনিক দেশ মা, ফুলবাড়ী, দিনাজপুর।
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গতকাল রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম।
সভায় ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ভোরের কাগজ ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হারুন উর রশীদ, সহসভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হক সরকার, সহসভাপতি মুটি বাংলা টিভি প্রতিনিধি মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ডেলটা টাইমস প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু,
সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি হারুন উর রশীদ মাস্টার, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, প্রকাশনা সম্পাদক দৈনিক দেশবার্তা প্রতিনিধি ডা. সোলাইমান মন্ডল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি ও দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক
প্লাবন শুভ, প্রচার সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন ও বাংলাদেশের আলো
প্রতিনিধি আল হেলাল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নওরোজ
প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।
এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের অন্যান্য
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলবাড়ী থানার নবাগত
অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।