আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির ধানরূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের স্মৃতি বিজারিত ধানসিঁড়ি নদীতীরে প্রথমআলো বন্ধুসভার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে রোববার বিকেলে জীবনানন্দ দাশের পৈত্রিক ভিটা সংলগ্ন ধানসিড়ি নদীতে এক নৌ বিহারের আয়োজন করা হয়। এতে প্রথমআলো বন্ধুসভার প্রায় ৫০ জন বন্ধু অংশগ্রহণ করে।
এসময় জীবনানন্দ দাশের জীবনের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। শুরুতেই কেক কেটে এই আনন্দ ভ্রমণ ও কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। এসময় কবি মু আল আমীন বাকলাই, আলহাজ্ব শামসুল হক মনু, এডভোকেট, সাংবাদিক আক্কাস শিকদার, সাংবাদিক মাহমুদুর রহমান পারভেজ, আলমগীর শরীফ, শাকিল হাওলাদার রনি, নাসিমা কামাল, মুহিত খান, বিথী শর্মা বনিক,বাউল ছালমা, সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। ধানসিঁড়ি সুগন্ধা বিষখালি গাবখান নদী ভ্রমণ শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সকলকে ঝালকাঠির কবি লেখকদের লেখা বই উপহার হিসেবে তুলে দেন আক্কাস শিকদার, মাহমুদুর রহমান পারভেজ, নাসিমা কামাল, মু আল আমীন বাকলাই ও আলমগীর শরীফ। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হাবিবা খাতুন হীরা,দ্বিতীয় হয়েছে রিয়ানা হক ঋতু ও মশিউর রহমান, তৃতীয় স্থান অধিকার করেছে ইসরাত জাহান তন্নী ও জান্নাতুল ইয়াসমিন।