আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি : পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের অধিনস্ত পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) শফিটিলা ভিওপির না: সুবেদার মো: মোশারফ হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ২২৩০/২৭ বাংলাদেশের অভ্যান্তরে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক রনি দাস, (৩২) কে আটক করা হয়। রনি দাসের পিতা: ললিত দাস, গ্রাম বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরায় জিজ্ঞাসাবাদে জানা যায়।
পরোবর্তীতে উক্ত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে এবং তার মোবাইলের পাওয়া তথ্যে ভারতীয় ইনকাম ট্যাক্স একাউন্ট নাম্বার ও আধার কার্ডের ছবি পাওয়া যায়। বিজিবি সূত্র জানায়, উক্ত ভারতীয় ভারতে প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছিলো। এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪,৬০০/- টাকা পাওয়া যায়।
এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে বাংলাদেশী নাগরিক মোঃ সাইফুল ইসলাম নামক একজনকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ছনখোলা পাড়ায়। তার কাছ থেকেও একটি প্লাটিনা মোটরসাইকেল, ০২ টি মোবাইল এবং নগদ ৭,৮২০/- টাকাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে প্রেস রিলিজে বলা হয়, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।