ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারের মেয়রের বিরুদ্ধে কোর্টে অপহরণ হত্যার মামলা

স্টাফ রিপোর্টার,

নীলফামারীর ডোমার মহিলা কলেজের সহকারী অধ্যাপক, আলমগীর কবির অপহরন ও হত্যা মামলা করেন ডোমারের মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দিনু সহ তিনজনের বিরুদ্ধে।।
আলমগীর কবির জানান, ডোমার বালিকা নিকেতনে আমার বউ শিক্ষকতা করে সেই সুত্রে আমার বউর সাথে পরোকিয়ার সম্পর্কে জরিয়ে যায় সেই প্রতিষ্ঠানের প্রধান ওমর ফারুখ।।অনৈতিক মেলামেশা করায় একাধিক বার ধরার পর যখন আর থামাতে পারেনা তখন তিনি আদালতে মামলা করেন, মামলা নং দঃবিঃ৪৯৭/৫০৬(২)/৩৪ ধারা মতে পিটি ১৬৯/২৩।
প্রধান শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ১৯/১০/২৩ ইং স্কুলের অভিভাবক এলাকা বাসী মানব বন্ধন করেন,সেই মানব বন্ধন শেষে আলমগীর কবির মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে, মামলার আসামীগন ওনাকে পথরোধ করে ফাকা যায়গায় তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করে এ সময় স্থানীয় লোকজন দেখতে পেলে ওনা কে ছেড়ে দিয়ে প্রান নাশের হুমকি দেয়।। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছে মেয়র নিজেই।।
তিনি প্রান নাশের ভয়ে আছে আর মেয়র প্রভাবশালী তাই তিনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন।।
ডোমারের মেয়রের সাথে ফোনে যোগাযোগ করা হলে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।।

ট্যাগস :

মিথ্যা ডাকাতি মামলায় হয়রানির অভিযোগ

ডোমারের মেয়রের বিরুদ্ধে কোর্টে অপহরণ হত্যার মামলা

আপডেট : ১০:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

স্টাফ রিপোর্টার,

নীলফামারীর ডোমার মহিলা কলেজের সহকারী অধ্যাপক, আলমগীর কবির অপহরন ও হত্যা মামলা করেন ডোমারের মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দিনু সহ তিনজনের বিরুদ্ধে।।
আলমগীর কবির জানান, ডোমার বালিকা নিকেতনে আমার বউ শিক্ষকতা করে সেই সুত্রে আমার বউর সাথে পরোকিয়ার সম্পর্কে জরিয়ে যায় সেই প্রতিষ্ঠানের প্রধান ওমর ফারুখ।।অনৈতিক মেলামেশা করায় একাধিক বার ধরার পর যখন আর থামাতে পারেনা তখন তিনি আদালতে মামলা করেন, মামলা নং দঃবিঃ৪৯৭/৫০৬(২)/৩৪ ধারা মতে পিটি ১৬৯/২৩।
প্রধান শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ১৯/১০/২৩ ইং স্কুলের অভিভাবক এলাকা বাসী মানব বন্ধন করেন,সেই মানব বন্ধন শেষে আলমগীর কবির মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে, মামলার আসামীগন ওনাকে পথরোধ করে ফাকা যায়গায় তুলে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করে এ সময় স্থানীয় লোকজন দেখতে পেলে ওনা কে ছেড়ে দিয়ে প্রান নাশের হুমকি দেয়।। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছে মেয়র নিজেই।।
তিনি প্রান নাশের ভয়ে আছে আর মেয়র প্রভাবশালী তাই তিনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন।।
ডোমারের মেয়রের সাথে ফোনে যোগাযোগ করা হলে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।।