ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ওএসডি হওয়া কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে ।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপন জারি করে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়। উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসাবে বাজার তদারকিসহ জেলা প্রশাসনের বিভিন্ন সভা পরিচালনার দায়িত্ব পালন করছিলেন।
গত দুই দিন ধরে এই ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে উর্মির দেওয়া পোস্টের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা – সমালোচনা চলছে, সেই সাথে ওএসডির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উর্মির পক্ষে – বিপক্ষে অনেক পোস্ট হয়েছে। নেটিজেনরা অনেকে উর্মিকে প্রকৃত দেশপ্রেমিক হিসাবে আখ্যা দিয়েছেন, আবার অনেকে দায়িত্বশীল যায়গা থেকে এধরণের পোস্ট দেওয়াকে সরকার বিরোধী অপতৎপরতার অংশ হিসাবে উল্লেখ করে তার শাস্তি দাবি করেছেন।
তাপসী তাবাসসুম উর্মি গত শনিবার তার নিজের ব্যবহৃত ফেসবুক আইডিটতে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
পরে স্ট্যাটাসের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘পোস্টটি ডিলেট হয়নি, ওনলি মি করে রাখা হয়েছে, মুছে ফেলবো কেন? দায়িত্বশীল জায়গা থেকে আপনি কি বোঝাতে চাচ্ছেন, প্রশ্ন করা হলে বলেন, আমি যখন দেখব আমার দেশের উপর থ্রেট চলে আসতেছে, আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলার সেই বলাটাই আমার দায়িত্বশীলতার দিক থেকে ঠিক আছে। আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো অপশক্তি আসুক। আমার যাদেরকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি, আর আমার পোস্টে আমি সেভাবেই দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, সহ-সম্পাদক : মামুন শাহ্ পিংকু
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পুরানা পল্টন লাইন, বিজয় নগর, ঢাকা-১০০০।
ইমেইল : bmbmmehedi77777@gmail.com মোবাইল : ০১৮৬৫-৬১০৭২০
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ দি ঢাকা মিরর । মেহেদী মিডিয়া ও ফাইনান্সের একটি প্রতিষ্ঠান।