মাজারুল ইসলাম জিয়া /শিবপুর
নরসিংদীর শিবপুরে বর্ণমালা আইডিয়াল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার( ১০ই আগস্ট ) কলেজের নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
বর্ণমালা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রিন্সিপাল মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ এস.এম মমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার মো: বজলুল কবির ভূঁইয়া।শুভেচ্ছান্তে ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: শাহিন মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ণমালা আইডিয়াল কলেজের প্রভাষক মো: হাফিজুর রহমান,পরিচালক ও প্রভাষক মাহাবুব আলম রনি ও আলমগীর হোসেন প্রমূখ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, সহ-সম্পাদক : মামুন শাহ্ পিংকু
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পুরানা পল্টন লাইন, বিজয় নগর, ঢাকা-১০০০।
ইমেইল : bmbmmehedi77777@gmail.com মোবাইল : ০১৮৬৫-৬১০৭২০
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ দি ঢাকা মিরর । মেহেদী মিডিয়া ও ফাইনান্সের একটি প্রতিষ্ঠান।