মেধা তালিকায় পঞ্চম হয়েও বরিশালের আসপিয়া পুলিশে চাকরি পাবে না। কারন সে ভুমিহীন।
এক্ষেত্রে কিছু জিজ্ঞাসা-
০১। চাকুরির সার্কুলারে উল্লেখ ছিল কিনা যে ভুমিহীন হলে সে চাকুরী পাবার অযোগ্য।
০২। তাকে নাগরিক হিসাবে সরকার এনআইডি কার্ড দিয়েছে কিনা।
০৩। সে ভোট দেয়ার অধিকার রাখে কিনা।
০৪। পড়াশোনা যখন করেছে তখন সে বিদেশি নাগরিক হিসাবে করেছে কিনা।
০৫। চাকুরির প্রস্তুতি এবং পরীক্ষা দিতে তার যে সময়, শ্রম, অর্থ খরচ করেছে তার দায়ভার কে নিবে।
০৬। একটা যৌক্তিক স্বপ্ন ভঙ্গের অধিকার সরকার রাখে কিনা।
আমার মনে হয় এসব প্রশ্ন সবগুলোর উত্তরের বিপক্ষে কেউ কোন সঠিক কারন দেখাতে পারবে না। তাহলে কাসফিয়া কেন চাকুরী পাবে না! আইন মানুষের জন্য নাকি আইনের জন্য মানুষ। এমন বেকুব আইন এখনো বেকুবরাই জিইয়ে রেখেছে। এরচেয়ে লজ্জার আর কিছু থাকে না।
(লেখকঃ- রুহুল আমিন মানবাধিকার কর্মী এবং শমিত জামান সাংবাদিক কলামিস্ট)