ঈশাত জামান মুন্না লালমনিরহাট প্রতিনিধিঃ
আলোচিত পিএসসি প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকায় আদিতমারী উপজেলার আ.লীগ নেতা বহিষ্কার। দলীয় শৃংখলা পরিপন্থি, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকাসহ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
মিজানুর রহমান উপজেলা মোহিষখোঁচা ইউনিয়নের কুঠির পার এলাকার আবু দারগার ছেলে। তিনি বেশির ভাগ সময় ঢাকায় বসবাস করেন।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, 'সংগঠন বিরোধী, শৃংখলা -পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোঃ মিজানুর রহমান (সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা, লালমনিরহাট) কে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো'।
এ ব্যাপারে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, চলমান পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, সহ-সম্পাদক : মামুন শাহ্ পিংকু
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পুরানা পল্টন লাইন, বিজয় নগর, ঢাকা-১০০০।
ইমেইল : bmbmmehedi77777@gmail.com মোবাইল : ০১৮৬৫-৬১০৭২০
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ দি ঢাকা মিরর । মেহেদী মিডিয়া ও ফাইনান্সের একটি প্রতিষ্ঠান।