মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্টের নতুন কমিটি গঠন।
মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট-এর বোর্ড সভা ৪ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০টায় ট্রাস্ট কার্যালয়ের শহীদ মুনীর-আজাদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রস্ট-এর ঢাকাস্থ ও বিভিন্ন জেলার প্রতিনিধিরা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা ও ভবিষ্যতের করনীয় বিষয়ে মতামত প্রদান করেন। করোনা দুর্যোগকালীন সময়ে সারা দেশে ট্রাস্টের শুভানুধ্যায়ীসহ অন্যান্যদের আর্থিক ও ত্রাণ সহযোগিতা যথাযথ হয়েছে বলে মূল্যায়ন করা হয়। সভায় আগামী ৩ বছরের জন্য ট্রাস্ট বোর্ডের নতুন কমিটি নির্বাচিত করা হয়। নতুন কমিটিতে শেখর দত্ত পুনরায় সভাপতি; মুকুল চৌধুরী সম্পাদক এবং এম এ সামাদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।