বোলিংয়ে এসেই সাফল্য পেলেন মোস্তাফিজুর রহমান। ওমানের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বল ওয়াড দেন কাটার মাস্টার। পরের ডেলিভারিতে ওমানের ওপেনার আকিব ইলিয়াসকে এলবিডব্লিউ করান মোস্তাফিজ।শেষ খবর পর্যন্ত ওমান ২ উইকেট হারিয়ে ৪৭ রান। মোস্তাফিজ ২ উইকেট নেন।
বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ সাবধানি ব্যাটিং করেন নাঈম শেখ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ১৫৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে মূলপর্বে খেলতে হলে আজ ওমান এবং পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের মূলপর্বের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ওমান-পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।