ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা আসছেন শান্ত খানের জন্য কলকাতার কৌশানী

মারুফ সরকার : ঢাকা থেকে
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা আসেছেন ওপার বাংলার দর্শক জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যয়। শাপলা মিডিয়ার ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।কৌশানীকে শান্ত খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।

এ বিষয়টি নিশ্চিত করেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। সেলিম খান বলেন, ‘কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। ২৬ সেপ্টেম্বর ঢাকা আসবেন তিনি। ২ অক্টোবর কলকাতা ফিরে যাবেন। এরপর আবার ঢাকায় দ্বিতীয় লটের শুটিং করা হবে।’

কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটে অংশ নেবেন বলে জানান এই প্রযোজক।

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।