ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কৃষকের অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ভূমি জলা চরে নারী ও দরিদ্র কৃষকের অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ ভুমি জলাচরে নারী ও দরিদ্র কৃষকের অধিকার প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা বরিশাল সেইন্ট বাংলাদেশ’র কনফ্রেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে ঝালকাঠি জেলার হয়ে বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটি নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা। তিনি তার বক্তব্যে বলেন, ঝালকাঠিতে প্রকৃত ভূমি হীন দের তালিকা নেই। ঝালকাঠির ইকোপার্ক এক প্রভাবশালী ভূমি দস্যুর দখলে, জেলার চরের খাস জমি গুলো থেকে প্রকৃত ভূমি হীনরা বঞ্চিত হচ্ছেন, প্রভাবশালীরা ভূমি হীন সেজে নামে বেনামে লীজ নিয়ে ভোগদখল করছেন।প্রভাবশালীরা সরকারি খাস জমি ভূয়া ডিগ্রি করে অবৈধ ভাবে দখল করা এ এল আর ডি’র সহযোগিতায় কাজ করার কথা তুলে ধরেন। এবং বর্তমান যে ভূমি কমিশন হচ্ছে তার সাথে ডায়ালগ করার অনুরোধ জানান এ এল আর ডিকে।মঙ্গলবার (২২ অক্টোবর ) সকাল ১০ টায় বরিশাল সেইন্ট – বাংলাদেশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এ এল আর ডির আয়োজনে বরিশাল বিভাগের ৬ জেলার ২৫ টি এনজিও-র কর্মকর্তারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন এ এল আর ডি নির্বাহী পরিচালক মো: শামসুল হুদা।

ট্যাগস :
জনপ্রিয়

মাধবদীতে জামায়াতের নবগঠিত কমিটির শহর আমীরের শপথগ্রহণ অনুষ্ঠিত

কৃষকের অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ভূমি জলা চরে নারী ও দরিদ্র কৃষকের অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

আপডেট : ০৯:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ঝালকাঠি প্রতিনিধিঃ ভুমি জলাচরে নারী ও দরিদ্র কৃষকের অধিকার প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা বরিশাল সেইন্ট বাংলাদেশ’র কনফ্রেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে ঝালকাঠি জেলার হয়ে বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটি নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা। তিনি তার বক্তব্যে বলেন, ঝালকাঠিতে প্রকৃত ভূমি হীন দের তালিকা নেই। ঝালকাঠির ইকোপার্ক এক প্রভাবশালী ভূমি দস্যুর দখলে, জেলার চরের খাস জমি গুলো থেকে প্রকৃত ভূমি হীনরা বঞ্চিত হচ্ছেন, প্রভাবশালীরা ভূমি হীন সেজে নামে বেনামে লীজ নিয়ে ভোগদখল করছেন।প্রভাবশালীরা সরকারি খাস জমি ভূয়া ডিগ্রি করে অবৈধ ভাবে দখল করা এ এল আর ডি’র সহযোগিতায় কাজ করার কথা তুলে ধরেন। এবং বর্তমান যে ভূমি কমিশন হচ্ছে তার সাথে ডায়ালগ করার অনুরোধ জানান এ এল আর ডিকে।মঙ্গলবার (২২ অক্টোবর ) সকাল ১০ টায় বরিশাল সেইন্ট – বাংলাদেশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এ এল আর ডির আয়োজনে বরিশাল বিভাগের ৬ জেলার ২৫ টি এনজিও-র কর্মকর্তারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন এ এল আর ডি নির্বাহী পরিচালক মো: শামসুল হুদা।