ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পলাশে রাশিদুজ্জামান দুলালের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ

মোঃ মামুন শাহ পিংকুঃ পলাশ নরসিংদী,

পলাশে রাশিদুজ্জামান দুলালের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন শিশুর মা। অভিযোগের পক্ষে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৫টি অডিও রেকর্ড জমা দিয়েছেন তিনি।

অভিযুক্ত রাশিদুজ্জামান দুলাল পলাশের জিনারদী ইউনিয়নের মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিযোগপত্রে বলা হয়, গত ২২ আগস্ট শ্রেণিকক্ষেই যৌন নিপীড়নের শিকার হয় শিশুটি (৮)। ক্লাসে সবার সামনে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এর আগেও একাধিকবার ক্লাসে একই আচরণ করার কথা বলা হয়েছে। লিখিত অভিযোগে এই ভুক্তভোগী ছাড়াও ৫ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়, যারা শিক্ষক দুলালের যৌন নিপীড়নের শিকার।

শিশুটির মায়ের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কয়েকজন প্রভাবশালী ভয়ভীতি দেখাচ্ছে। তবে অভিযুক্ত শিক্ষক রাশিদুজ্জামান দুলাল বলেন, ‘শাসন করার জন্য আমি শিক্ষার্থীদের পিঠে মার দেই, কিন্তু কাউকে বেড টাচ (যৌন নির্যাতন) করিনি। তবে এটাও ঠিক শিক্ষার্থীদের শাসনের জন্য মারধর করা উচিত নয়। আমার মনে হয়, রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় একটি পক্ষ চাচ্ছে আমি স্কুলে না থাকি, তাই আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী জানান, একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

মাধবদীতে জামায়াতের নবগঠিত কমিটির শহর আমীরের শপথগ্রহণ অনুষ্ঠিত

পলাশে রাশিদুজ্জামান দুলালের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ০১:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

মোঃ মামুন শাহ পিংকুঃ পলাশ নরসিংদী,

পলাশে রাশিদুজ্জামান দুলালের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন শিশুর মা। অভিযোগের পক্ষে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৫টি অডিও রেকর্ড জমা দিয়েছেন তিনি।

অভিযুক্ত রাশিদুজ্জামান দুলাল পলাশের জিনারদী ইউনিয়নের মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিযোগপত্রে বলা হয়, গত ২২ আগস্ট শ্রেণিকক্ষেই যৌন নিপীড়নের শিকার হয় শিশুটি (৮)। ক্লাসে সবার সামনে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এর আগেও একাধিকবার ক্লাসে একই আচরণ করার কথা বলা হয়েছে। লিখিত অভিযোগে এই ভুক্তভোগী ছাড়াও ৫ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়, যারা শিক্ষক দুলালের যৌন নিপীড়নের শিকার।

শিশুটির মায়ের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কয়েকজন প্রভাবশালী ভয়ভীতি দেখাচ্ছে। তবে অভিযুক্ত শিক্ষক রাশিদুজ্জামান দুলাল বলেন, ‘শাসন করার জন্য আমি শিক্ষার্থীদের পিঠে মার দেই, কিন্তু কাউকে বেড টাচ (যৌন নির্যাতন) করিনি। তবে এটাও ঠিক শিক্ষার্থীদের শাসনের জন্য মারধর করা উচিত নয়। আমার মনে হয়, রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় একটি পক্ষ চাচ্ছে আমি স্কুলে না থাকি, তাই আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী জানান, একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।